কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে তিন লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ১৬ জুন ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আশিকানিয়া নামক এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফ ব্যাটালিয়ান (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্ণেল মহিউদ্দীন বলেন, শুক্রবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফ নদীর তীরবর্তী আশিকানিয়া নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করে তীরবর্তী আশিকানিয়া নামক এলাকার লবণমাঠ দিয়ে সন্দেহজনক ৩ জন লোককে বস্তা কাঁধে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে লোকগুলো বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থলে পাচারকারিদের ফেলে যাওয়া তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর পাওয়া যায় ৩ লাখ ৮০ হাজার ইয়াবা। পরে আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীদের সন্ধান পাওয়া যায়নি।
মাদক উদ্ধারের ঘটনায় টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।








