Site icon চ্যানেল আই অনলাইন

গাজার ৮০ শতাংশ বাড়িঘর বসবাসের অযোগ্য

ইসরায়েল-হামাস যুদ্ধের পাঁচ মাসে গাজার ৮০ শতাংশ বাড়িঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং ১ লাখ ২০ হাজার পরিবার দুর্ভিক্ষে ভুগছে বলে জানিয়েছেন, গাজার গণমাধ্যম কার্যালয়ের প্রধান সালামেহ মারুফ।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গাজার বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ১০ বারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খান ইউনিসে ২০ ও সেন্ট্রাল গাজায় ১০ জন নিহত হয়েছেন।

এদিকে গাজার পশ্চিম তীর থেকে আরও ১৫ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ বিষয়ে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের সম্প্রসারণের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে রাজনৈতিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত নিহত ৩১ হাজারেরও বেশি মানুষ।

গাজায় কাজ করা জাতিসংঘের সবচেয়ে বড় সংস্থা ইউএনআরডব্লিউএ। সেখানে সংস্থাটি মানবিক সহায়তা ছাড়াও স্বাস্থ্য ও শিক্ষা খাতেও সাহায্য করে আসছে। সংস্থাটির অন্তত ১৩ হাজার কর্মী গাজায় কাজ করে। উল্লেখ্য, গত অক্টোবর মাসে ইসরায়েলে হামলা চালায় হামাস। এর জবাবে গাজায় অভিযান চালানো শুরু করে ইসরায়েল। হামাসের হামলার সাথে ইউএনআরডব্লিউএ-এর ১২ কর্মী জড়িত বলে অভিযোগ করেছে ইসরায়েল। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন জাতিসংঘের একটি দল অভিযোগটি তদন্ত করছে।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

Exit mobile version