মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশুটি মারা গেছে। আইএসপিআর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে তার মৃত্যু হয়। শিশুটিকে ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। শিশুটির মৃত্যুতে শোক জানিয়ে ধর্ষণ মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। শোক জানিয়েছে সেনাবাহিনী। ময়নাতদন্তের পর বিকেলেই সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশুটির মরদেহ দাফনের জন্য মাগুরায় গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হয়।








