প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করতে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করছে জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে সমাবেশ শেষে এই ৮ দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে যমুনার পথে রওনা হয়েছেন।
যে ৮টি দল এই স্মারকলিপি দিতে যাচ্ছে, তারা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
দলগুলো জানায়, তারা প্রধান উপদেষ্টাকে পাঁচ দফা দাবিনামা বা স্মারকলিপি দিতে যাচ্ছেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরে গণভোট আয়োজন, অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সব দলের সমান অংশগ্রহণের নিশ্চয়তা এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।









