Site icon চ্যানেল আই অনলাইন

নরসিংদীতে ঢাকাগামী ট্রেনে তল্লাশিতে বিএনপি নেতাসহ আটক ৭৮

নরসিংদী রেলস্টেশনে দুই ট্রেনে তল্লাশি চালিয়ে বিএনপি নেতাসহ কমপক্ষে ৭৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত ঢাকাগামী তিতাস কমিউটার ও আন্তনগর এগারসিন্দুর ট্রেনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে সকালে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে উঠার সময় শতাধিক বিএনপির নেতাকর্মীকে বাধা দেয় পুলিশ। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে রেল লাইনের পাথর ছুঁড়ে মারে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শর্টগানের ৩৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

জানা যায়, সকালে নরসিংদী মডেল থানার অন্তত অর্ধশতাধিক পুলিশ ও রেলওয়ে পুলিশ ট্রেন থামিয়ে তারা ভেতরে ঢুকে যাত্রীদের তল্লাশি করেছেন। ট্রেনের ভিতর থেকে একে একে সন্দেহভাজনদের আটক করে স্টেশনের ভিআইপি কক্ষে এনে রাখা হয়। পরে প্রিজন ভ্যানে করে দুই দফায় তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

রেলস্টেশনে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকন। ওই সময় আটক হওয়া কয়েকজন জানান, তারা কোন সমাবেশে যাচ্ছিলেন না। ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে তারা ঢাকায় যচ্ছিলেন। স্টেশনে অবস্থানরত কয়েকজন যাত্রী জানান, পুলিশ অযথাই তল্লাশির নামে তাদের হয়রানি করছেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, সকালে তিতাস কমিউটার ট্রেন নরসিংদী রেলস্টেশন অতিক্রম করার সময় স্টেশনের আউটার থেকে কয়েকশত সন্ত্রাসী প্রকৃতির লোক পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৫ রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় আমাদের তিন পুলিশ সদস্য আহত হন। এই ঘটনার সাথে সম্পৃক্ত ও ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্যই তল্লাশি চালিয়ে ৭৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

 

Exit mobile version