চীনের উত্তরাঞ্চলজুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গত দুই সপ্তাহে মৃতের সংখ্যা ৭৮ জনে গিয়ে ঠেকেছে এবং এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৬ জন।
বিবিসির তথ্য অনুযায়ী, চীনের আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ চীনের উত্তরাঞ্চলে একটি ঘুর্ণিঝড় এগিয়ে আসছে। ফলে আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে দেশটির রাজধানী বেইজিংসহ পার্শ্ববর্তী হেবেই প্রদেশ ও আশেপাশের এলাকাগুলোতে।
এনডিটিভি জানিয়েছে, দুই সপ্তাহ আগে ঘুর্ণিঝড় ‘ডাকসুরি’ চীনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে। এরপর থেকে ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হচ্ছে দেশটি। চলতি সপ্তাহের শেষে ঘূর্ণিঝড় ‘খানুন’ আঘাত হানলে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে।
সম্প্রতি চীনের উত্তরাঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়াও প্রধান নদীপথগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই আবহাওয়াজনিত দুর্যোগগুলো ভয়ঙ্কর আকার ধারণ করেছে।







