গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও অনেকই। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন অনেকে।
বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গাজার সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়া শহরে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন নিহত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে এই বোমা হামলা হয়েছে। হামলা বিষয়ে ইসরায়েল জানিয়েছে, তারা হামলায় হতাহতের রিপোর্ট পরীক্ষা করছে। কিন্তু একইসঙ্গে তারা হামাস কর্তৃপক্ষের প্রকাশিত পরিসংখ্যানকে “অতিরঞ্জিত” বলে আখ্যায়িত করে বলেছে, এ বিষয়ে তার সেনাবাহিনীর কাছে থাকা তথ্যের সাথে (হামাসের তথ্য) মেলে না।
শহরের ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি সৈন্যদের বন্দুকযুদ্ধের খবরের কয়েক ঘণ্টা পর সর্বশেষ এই হামলার ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই অঞ্চলে যোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার কারণে বেইত লাহিয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, “জনাকীর্ণ” আবাসিক এলাকায় বোমা হামলা চালানো হয়েছে এবং এতে ৭৩ জন নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স এজেন্সিও ইসরায়েলি হামলায় নিহতের এই একই সংখ্যা জানিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছেন ৪২ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় এক লাখ মানুষ।








