রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- কাউসার (১৯), ইব্রাহিম (১৯), আল আমিন (২০), রাসেল (২০), শহিদুল ইসলাম শাওন (২২), নুর উদ্দিন (৪৩) ও পারভেজ (২৩)।
মেহেদী হাসান বলেন,গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন দস্যুতা মামলায় ২ জন, দ্রুত বিচার আইনে ওয়ারেন্টসহ একজন, মাদক মামলায় একজন, সন্ত্রাস বিরোধী আইনে একজন, জিআর ওয়ারেন্টে একজন ও অন্যন্য মামলায় একজন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।









