উগান্ডার একটি প্রধান মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) রাজধানী কাম্পালা-গুলু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
উগান্ডা পুলিশ জানায়, বিপরীতমুখী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর একের পর এক যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। সংঘর্ষ এড়াতে একটি বাস উল্টে গেলে চেইন রিঅ্যাকশন ঘটে এবং আশেপাশের বেশ কয়েকটি গাড়িও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বহু যাত্রী প্রাণ হারান এবং অনেকে আহত হন।
আহতদের পশ্চিমাঞ্চলীয় কিরিয়ান্ডো শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ যানচালকদের বিপজ্জনক ও অসাবধান ওভারটেকিং থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
কাম্পালা ও উত্তরাঞ্চলীয় শহরগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারী এই মহাসড়কটি উগান্ডার অন্যতম ব্যস্ততম সড়ক হিসেবে পরিচিত। তাই সেখানে নিয়মিত দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।









