গাজায় ইসরায়েলের বিমান হামলায় দুই দিনে ১৩৮ জন নিহত হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ৭৭ জন এবং শুক্রবার অন্তত ৬১ জন নিহত হয়।
আজ ৪ জানুয়ারি শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার গাজা উপত্যকার অন্তত ৮টি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ৭৭ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১৪৫ জন।
জাতিসংঘ ও আন্তর্জাতিক স¤প্রদায়ের পক্ষ থেকে গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানানো হয়েছে।









