দেশের প্রথম লোককাহিনি নির্ভর চলচ্চিত্র ‘রূপবান’ মুক্তির ছয় দশক পা রাখছে বুধবার ( ৫ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে চলচ্চিত্রটি সারা বাংলায় মুক্তি পায়।
চলচ্চিত্রটি নির্মাণ করেন সালাউদ্দিন। এতে অভিনয় করেন-সুজাতা, চন্দনা, আনোয়ার হোসেন, মনসুর, সুভাষ দত্ত প্রমুখ।
সে সময়ে রূপবান চলচ্চিত্রটি সারা বাংলায় ব্যাপক সাড়া জাগায়। ঊর্দু ভাষার চলচ্চিত্রের দাপটের কাছে রূপবান চলচ্চিত্রটি বাংলা ভাষার একমাত্র চলচ্চিত্র হিসেবে রেকর্ড সৃষ্টি করে।
মূলত এর বছর খানেক আগে রূপবান চলচ্চিত্রটির নির্মাণ শুরু করেছিলেন চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ এদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনমা’র সম্পাদক ফজলুল হক। চলচ্চিত্রটির একটি গান ও বেশ কিছু দৃশ্যের শুটিংও করেছিলেন বর্তমান রমনা পার্কে। সে সময়ে নানান সমস্যার কারণে চলচ্চিত্রটি নির্মাণে তিনি আর এগিয়ে যেতে পারেননি।
ফজলুল হকের অনুমতি সাপেক্ষেই পরবর্তীতে সালাউদ্দিন ‘রূপবান’ চলচ্চিত্রটি নির্মাণ করেন।
রূপবান চলচ্চিত্রের ষাট বছর পূর্তিতে চ্যানেল আইয়ের গান দিয়ে সকাল শুরুতে থাকছে রূপবান চলচ্চিত্রের গান, তারকা কথন অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা এবং চ্যানেল আই সংবাদে বিশেষ প্রতিবেদন।









