চানখাঁরপুলে ৬ জনকে হত্যার ঘটনায় করা মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আন্দোলন প্রত্যাহার না করলে তাকেসহ অন্য সমন্বয়কদের মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সারাদেশে হত্যার জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের নেতাদের দায়ী করেন তিনি। এদিকে গুমের ২ মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি ও দায়িত্বপ্রাপ্ত বাহিনী প্রধানদের কাছে পাঠিয়েছে ট্রাইব্যুনাল।








