আসছে শুক্রবার (১৮ জুলাই) বলিউড প্রেমীদের জন্য উৎসবের চেয়ে কম কিছু নয়। কেননা এই দিনেই বড় পর্দায় আসতে চলেছে বিভিন্ন জনরার ছবি। যেই তালিকায় রয়েছে রোমান্স, ক্রাইম থ্রিলার, মিস্ট্রি, ড্রামা ঘরণার ছবি। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিশেষ এই দিনে কোন কোন ছবি প্রেক্ষাগৃহে আসছে এবং সেগুলির মধ্যে কী বিশেষত্ব রয়েছে।
সাইয়ারা
‘সাইয়ারা’ একটি আবেগময় প্রেমের গল্প। অনন্যা পান্ডের ভাই আহান পাণ্ডে এই ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করছেন। একই সঙ্গে তার নায়িকার নাম অনিত পাড্ডা।
মার্ডারব্যাড
‘মার্ডারব্যাড’ একটি মার্ডার মিস্ট্রি। ট্রেলার অনুসারে, ছবিটিতে রোমাঞ্চ শুরু হয় যখন জয়পুরের একটি প্রাসাদে কোন অতিথি নিখোঁজ হন। ছবিতে অভিনয় করেছেন শারিব হাশমি, অমল গুপ্তে, মণীশ চৌধুরী, নকুল রোশন সহদেব এবং কণিকা কাপুর।
তানভি দ্য গ্রেট
এই গল্পটা এমন যে, অটিজমের সঙ্গে লড়াই করা তানভি তার শহিদ বাবার স্বপ্ন পূরণে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে বদ্ধপরিকর। এই ছবিতে তানভির ভূমিকায় অভিনয় করেছেন শুভাঙ্গী দত্ত। ছবিতে আরও অভিনয় করেছেন অনুপম খের, ইয়ান গ্লেন, বোমান ইরানি, পল্লবী যোশী, অরবিন্দ স্বামী এবং করণ টেকার।
নিকিতা রায়
‘নিকিতা রায়’ একটি ক্রাইম ড্রামা চলচ্চিত্র। ছবিটিতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, অর্জুন রামপাল, পরেশ রাওয়াল ও সুহেল নায়ার। এটি পরিচালনা করেছেন সোনাক্ষীর ভাই।
৫ সেপ্টেম্বর
৫ সেপ্টেম্বর’ একটি হৃদয়গ্রাহী স্পোর্টস ড্রামা চলচ্চিত্র। ছবিতে অভিনয় করেছেন কুণাল সামশের মল্ল, সঞ্জয় মিশ্রা, কাভিন দাভে, দীপরাজ রানা, অতুল শ্রীবাস্তব, মালিহা মল্ল এবং ব্রিজেন্দ্র কালা।.
সন্ত তুকারাম
চলচ্চিত্রটি ১৭ শতকের সাধু তুকারামের জীবন অবলম্বনে নির্মিত, যিনি তার ভক্তি এবং কবিতা দিয়ে সমাজে পরিবর্তন এনেছিলেন।









