চলতি বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা তিন দিন করে ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সামান্য ছুটি সমন্বয় করতে পারলেই ফেব্রুয়ারির শুরুতে মিলতে পারে টানা চার দিনের অবকাশ।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে পবিত্র শবে বরাতের ছুটি রয়েছে। এই ছুটির সঙ্গে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ছুটি নিলে টানা চার দিনের ছুটি ভোগ করা যাবে।
কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় ওই দুই দিন সাপ্তাহিক ছুটি হিসেবে থাকছে। এর ঠিক এক সপ্তাহ পর দ্বিতীয় দফার দীর্ঘ ছুটি মিলছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে।
নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায়, এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছর সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে আরও ১৪ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারে।
এ ছাড়া ২০২৬ সালে বিভিন্ন ধর্মীয় পর্ব উপলক্ষে মুসলিম কর্মচারীদের জন্য পাঁচ দিন, হিন্দু কর্মচারীদের জন্য নয় দিন, খ্রিষ্টান কর্মচারীদের জন্য আট দিন, বৌদ্ধ কর্মচারীদের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি নির্ধারিত রয়েছে।
সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন বাড়তি ছুটির আনন্দ।









