প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন-এর ৫ম প্রয়াণ দিবস শনিবার (৩ জানুয়ারি)। প্রখ্যাত এই লেখকের প্রয়াণ দিবস উপলক্ষে রাবেয়া খাতুন ফাউন্ডেশন নানান আয়োজন করেছে।
এদিন সকালে বনানীর কবরস্থানে দোয়া পাঠ ও কবর জিয়ারত এবং বাদ আসরে থাকছে মিলাদ মাহফিল।
৩ জানুয়ারি বিকাল ৪ টায় চ্যানেল আই-এর ছাদ বারান্দায় লেখক রাবেয়া খাতুনের কর্ম নিয়ে থাকছে আলোচনা সভা। যেখানে তার স্মৃতিচারণ করবেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা আফজাল হোসেন, খায়রুল আলম সবুজ, মোজাফফর হোসেন, মনি হায়দার সহ তরুণ লেখকগণ।
এছাড়াও চ্যানেল আইয়ের পর্দায় সাত দিনব্যাপী রাবেয়া খাতুন-এর গল্প থেকে নাটক প্রচারিত হচ্ছে।
স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত রাবেয়া খাতুন ২০২১ সালের ৩ জানুয়ারি প্রয়াত হন।









