গত এপ্রিল মাসে সারাদেশ সড়ক দুর্ঘটনা ঘটছে ৫৯৩টি। এই দুর্ঘটনাগুলোতে নিহত ৫৮৮ জন এবং আহত ১ হাজার ১২৪ জন। নিহতের মধ্যে নারী ৮৬, শিশু ৭৮ জন।
২১৮ টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২২৯ জন যা মোট নিহতের ৩৮ দশমিক ৯৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৬ দশমিক ৭৬ শতাংশ। দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছেন যা মোট নিহতের ১৯ দশমিক ৭২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারি নিহত হয়েছেন ৭৪ জন অর্থাৎ ১২ দশমিক ৫৮ শতাংশ।
এই সময়ে ৭টি নৌ দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। ২২টি রেল দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে রিপোর্টটি তৈরি করেছে।
যানবাহনভিত্তিক নিহতের চিত্র:
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যান দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ২২৯ জন, বাসের যাত্রী ২১ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর – ট্রলি আরোহী ৩৫ জন, প্রাইভেটকার – মাইক্রোবাস- অ্যাম্বুলেন্স আরোহী ২৬ জন, থ্রি – হুইলার আপনা ( সিএনজি – অটোরিকশা – অটোভ্যান-লেগু ) ১১৯ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের (নসিমন- করিমন -ভটভটি- পাখিভ্যান -মাহিন্দ্র-টম-আলগামন) ৩১ জন এবং বাইসাইকেল – রিকশা আরোহী ১১ জন নিহত হয়েছেন।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৭৩টি দুর্ঘটনায় ১৫৪ জন নিহত হয়েছেন। রংপুর বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনায় ৩২জন নিহত হয়েছেন। এক জেলা হিসাবে চট্টগ্রাম জেলায় ৩৫টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছে। সবচেয়ে কম নীলফামারী জেলায়। এই জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটনাও প্রাণহানি ঘটনানি।
রাজধানী ঢাকায় ৩৪টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে।









