ফেনীতে কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১৭টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করে।
এতে পরশুরাম পৌরসভাসহ পরশুরাম উপজেলা ও ফুলগাজী উপজেলার ৮টি ইউনিয়নের ৫৮টি গ্রাম প্লাবিত হয়েছে।
ভেসে গেছে মাছের ঘের ও ফসলি জমি। সদ্য রোপা আমন ও আউশ ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি বন্দী রয়েছে প্রায় দশ হাজার পরিবার। মুহুরী নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী সরকারের কাছে নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ স্থায়ী ভাবে নির্মাণের দাবি জানান।
ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ স্থায়ী ভাবে নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









