কোরবানির আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে শেষ হয়েছে মুসলিম সম্প্রদায়ের হজ পালন। জানা গেছে, এ পর্যন্ত তীব্র গরমে মারা গেছেন ৫৭৭ জন হজ যাত্রী। সৌদি আরবের মক্কায় তাপমাত্রা ৫০ ডিগ্রির উপরে যাওয়ায় এই পরিস্থিতি দাঁড়িয়েছে।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হজে মৃতের মোট সংখ্যা ৫৭৭ জন। মক্কার আল-মুয়াইসেম হাসপাতালের মর্গে ৫৫০ জনের মরদেহ রাখা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানা যায়। সৌদি আরবের হজ পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, যারা মারা গেছেন তাদের মধ্যে অন্তত ৩২৩ জন মিশরীয়, ৬০ জন জর্ডানিয়ান। তাদের বেশিরভাগই হিট স্ট্রোকে মারা গেছেন। ভীড়ে আহত হয়ে মারা গেছেন একজন। মক্কার আল-মুয়াইসেম হাসপাতালের রেকর্ড থেকে এই সংখ্যা জানা গেছে।
সৌদি আরবের আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, সোমবার ১৭ জুন মক্কার গ্র্যান্ড মসজিদে তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।









