রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে ১৩৮১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গতকাল শনিবার (১৬ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলার ও জরিমানা করে।
আজ রোববার (১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, অভিযানকালে ১৪১টি গাড়ি ডাম্পিং ও ৫০টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।









