চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নন্দিত নির্মাতা ফারুকীর আলোচিত যতো কাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:24 pm 02, May 2024
বিনোদন
A A
Advertisements

টেলিভিশনে গতানুগতিক ধারার কাজের বাইরে হুমায়ূন আহমেদের পর যে মানুষটির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি ফারুকী। মোস্তফা সরয়ার ফারুকী। বাংলা টিভি ফিকশন ও চলচ্চিত্রে একটি বিপ্লবের নাম। শুধু টিভি দর্শকের কাছে নয়, চলচ্চিত্রেও একের পর এক সেই সাক্ষর রেখে যাচ্ছেন তিনি। টিভি ফিকশন ও চলচ্চিত্র নির্মাণের এই কারিগর ২মে পা রাখলেন ৫০ বছরে।

ধারাবাহিক ও একক নাটকে ফারুকীর ক্যারিশমায় মুগ্ধ প্রজন্ম। ৫১বর্তী থেকে ফোর টুয়েন্টি- ঊনমানুষ, স্পার্টাকাস ৭১, এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি, ওয়েটিং রুম, পারাপার এবং আয়েশাসহ অগনিত টিভি ফিকশনের নাম বলা যাবে! সিনেমাতেও স্বতন্ত্র ছাপ ফেলেছেন এই নির্মাতা। লেডিস এন্ড জেন্টলম্যান দিয়ে ওটিটিতেও নিজের সক্ষমতার কথা জানান দিয়েছেন ভালো করেই।

বিভিন্ন সময় সমালোচকের দৃষ্টিতে ফারুকীর টিভি, সিনেমা এবং ওটিটির কাজগুলোর মধ্যে আলোচিত ৫টি কাজের কথা থাকলো এখানে:

আয়েশা
চ্যানেল আইয়ের জন্য নির্মিত নন্দিত নির্মাতা ফারুকীর অন্যতম সেরা কাজ ‘আয়েশা’। সম্প্রচারের সময় সমালোচকরা এটিকে সময়ের সাহসী নির্মাণ বলেও মন্তব্য করেছেন। ফারুকীর জীবনের সেরা কাজগুলোর অধিকাংশের পেছনে রয়েছেন সাহিত্যিক আনিসুল হক। আয়েশা টিভি ফিকশনটিও আনিসুল হকের ‘আয়েশামঙ্গল’ উপন্যাসের ভিজ্যুয়ালাইজেশন। নাটকটি সত্তরের দশকের এক অস্থির সময়ের গল্প। এর শুরুটা খুবই সাদামাটা। বিমানবাহিনীর কর্পোরাল জয়নাল (চঞ্চল চৌধুরী) এবং তার স্ত্রী আয়েশা (তিশা) নতুন সংসার শুরু করে। ছোট ছোট খুনসুঁটির মধ্য দিয়েই তাদের মধ্যকার সম্পর্ক গড়ে উঠতে থাকে। আয়েশার ভাষায়, তাদের শেকড়ের মধ্যে যোগাযোগ সৃষ্টি হতে থাকে, যার অন্য নাম ভালোবাসা। কিন্তু এর মধ্যেই একদিন এক ঝড়ের মতো সবকিছু ওলট-পালট হয়ে যায়। জাসদের অনুপ্রবেশকারীরা আক্রমণ করে বসে ক্যান্টনমেন্টে এবং এয়ারপোর্টে। চিফের সাথে অবস্থান করা জয়নাল চিফের জীবন রক্ষা করে, কিন্তু তারপরেও ভুল বোঝাবুঝির ফলে সে পড়ে যায় সন্দেভাজনদের তালিকায়। তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তার মুখ থেকে এমন তথ্য বের করার জন্য শুরু হয় তার উপর চরম নির্যাতন, যে তথ্য তার জানা নেই।

ইতিহাসের ভুলে যাওয়া এক অধ্যায়কে সামনে নিয়ে আসার পাশাপাশি নির্মাণেও যে দারুণ যত্নের ছাপ লক্ষ্য করা গেছে, সে কারণে সমালোচকদের প্রশংসা কুড়ায় ‘আয়েশা’। মূখ্য চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। বলা হয়, এটি তিশার ক্যারিয়ারেও অন্যতম কাজ হয়ে থাকবে।

সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি
ওটিটির জন্য নির্মিত হলেও সিনেমাটি বুসানসহ বেশকিছু চলচ্চিত্র উৎসবেও প্রদর্শীত হয়েছে। কুড়িয়েছে প্রশংসা। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো অভিনেতা হিসেবে হাজির হলেন মোস্তফা সরয়ার ফারুকী। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন স্ত্রী ও গুণী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা! সাম্প্রতিক ফারুকীর সিনেমাগুলোর মধ্যে দর্শকের পাশাপাশি সমালোচকরাও সিনেমাটি পছন্দ করেছেন। নির্মাণেও এটিকে সর্বশেষ মুক্তি পাওয়া এই নির্মাতার ‘মনোগামী’র চেয়ে এগিয়ে রাখছেন অনেকে। সামাজিক এবং রাজনৈতিক বিষয়াদি যে দুর্দান্তভাবে তিনি এই সিনেমায় ডিল করেছেন, তারও প্রশংসা করেছেন অনেকে।

টেলিভিশন
২০১৩ সালে বড়পর্দার আলোচিত ছবি টেলিভিশন। ফারুকী পরিচালিত চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছিলো এটি। নির্মাতার সাথে যৌথভাবে এই ছবিরও কাহিনী লিখেছেন আনিসুল হক। ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা। চলচ্চিত্রটি নির্মাণাধীন থাকা কালে গুটেনবর্গ ফিল্ম ফেস্টিভালে চিত্রনাট্যের জন্য পুরস্কার লাভ করে এবং মুক্তির আগেই জিতে নেয় ২০১২ সালের এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন পুরস্কার। এছাড়াও ৮৬তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) এর বিদেশি ভাষার সিনেমা প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য চলচ্চিত্রটিকে বাংলাদেশ থেকে মনোনয়ন দেয়া হয়। এছাড়াও ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘এশিয়ান সিলেক্ট’ ক্যাটাগরিতে সেরা সিনেমা হিসেবে ‘নেটপ্যাক পুরস্কার’ পায় এটি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৩ এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে (অ্যাপসা) ফার্স্ট জুরি গ্র্যান্ড পুরস্কার অর্জন করে চলচ্চিত্রটি। সিনেমাটিকে ফারুকীর অন্যতম সেরা সিনেমা বলেও মনে করেন কেউ কেউ।

ডুব
নানাকারণেই বহুল আলোচিত ছবি ‘ডুব’। এই সিনেমার মাধ্যমে প্রথমবার কোনো বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন প্রয়াত গুণী বলিউড অভিনেতা ইরফান খান। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চরিত্রে ছায়া অবলম্বনে নির্মিত হয় সিনেমাটি। যদিও নির্মাতা এটিকে পুরোপুরি ফিকশনাল চরিত্র বলে মন্তব্য করেছেন। লেখক জাভেদ হোসেনের জীবনের মধ্যাহ্নের সঙ্কটে তিনি তার মেয়ে সাবেরির বাল্যবন্ধু নিতুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। যা তার পরিবারে ভাঙ্গনের কারণ হয়ে দাঁড়ায়। সিনেমায় সাবেরি চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, নিতু চরিত্রে পার্নো মিত্র এবং মায়া চরিত্রে রোকেয়া প্রাচী অভিনয় করেছেন। জাজ মাল্টিমিডিয়া, এসকে মুভিজ এবং ইরফান খান যৌথভাবে এই সিনেমা প্রযোজনা করেন। অস্কারের ৯১তম আসরে বিদেশি ভাষার ছবি বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছে ‘ডুব’।

ব্যাচেলর
এই ছবির মাধ্যমেই চলচ্চিত্রে পা রাখেন মোস্তফা সরয়ার ফারুকী। এটি মুক্তি পায় ২০০৪ সালে। এর কাহিনী রচনা করেছেন জনপ্রিয় সাহিত্যিক এবং সাংবাদিক আনিসুল হক। ছবিটি প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম। ব্যাপক প্রশংসিত এ ছবিতে অভিনয় করেন ফেরদৌস, শাবনূর, অপি করিম, হুমায়ুন ফরীদি, মারজুক রাসেল, আহমেদ রুবেল, আরমান পারভেজ মুরাদ, জয়া আহসানসহ আরও অনেকে। এই ছবিতে অভিনয় করেই ২০০৪ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অপি করিম।

ট্যাগ: অটোবায়োগ্রাফিআনিসুল হকআয়েশাইমপ্রেসওটিটিটেলিভিশনতিশানন্দিত নির্মাতানুসরাত ইমরোজ তিশাফারুকীব্যাচেলরমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী মারা গেছেন

পরবর্তী

রউফ-হাসানকে ফিরিয়ে দল দিল পাকিস্তান

পরবর্তী

রউফ-হাসানকে ফিরিয়ে দল দিল পাকিস্তান

নগদের সাথে প্রাণ ও আরএফএলের নবযাত্রার চুক্তি

সর্বশেষ

সিরিয়াল কিলার সম্রাট। ছবি: সংগৃহীত

সিরিয়াল কিলার সম্রাটের ৬ খুনের স্বীকারোক্তি

January 20, 2026

সবার আগে ফাইনালে চট্টগ্রাম, হেরেও সুযোগ থাকছে রাজশাহীর

January 20, 2026

টানা দুই জয়ে টেবিলের দুইয়ে বাংলাদেশ

January 20, 2026
পদ্মা সেতু। ফাইল ছবি

পদ্মা সেতুর টোল থেকে ৩ হাজার কোটি টাকা আয়

January 20, 2026

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ

January 20, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version