অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলের জাতিসংঘ পরিচালিত আল-ফাখুরা স্কুলে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়ও এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ।
শনিবার ১৮ নভেম্বর রাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ইসরায়েলের বিমান বাহিনী ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার ওই স্কুলে হামলা চালায়।
প্রতিবেদনে বলা হয়, গাজার বৃহত্তম আল-শিফা হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে রোগীদের চলে যাওয়ার আল্টিমেটামের পর এখন সেটি জনমানবহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই হাসপাতালের ইনকিউবেটরে অনেক নবজাতক শিশুসহ কয়েকশ মুমূর্ষু রোগী ছিলেন।
এদিকে গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির ব্যবস্থা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ বাড়ছে। জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার ইসরাইলের হাজার হাজার মানুষ জেরুজালেমে পদযাত্রা করেছেন।







