চার্জিং থেকে শুরু করে প্রসেসিং স্পিড- সবক্ষেত্রে টেকপ্রেমীদের সেগমেন্ট-সেরা ফোন উপহার দিতে নতুন রিয়েলমি ১২ নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ফ্যাশনেবল ও ট্রেন্ডি ঘড়ির মতো স্টাইলিশ লুকসহ একাধিক বাজার-কাঁপানো ফিচার রয়েছে এই ফোনে, যা তরুণদের পছন্দের ব্র্যান্ড হিসেবে রিয়েলমিকে আরও অনন্য অবস্থানে নিয়ে গেছে।
‘বর্ন ফর স্পিড’ স্লোগানের যথার্থ প্রতিফলন ঘটিয়ে সেগমেন্টের সেরা ফোনগুলোকে পেছনে ফেলে দিয়েছে রিয়েলমি ১২। তবে এই ‘স্পিড ডমিনেটর’ সম্পর্কে আরও কিছু জানতে হলে, অবশ্যই ডিভাইসটিকে আপনার হাতে তুলে নিতে হবে। চলুন, মধ্যম বাজেটের সেরা ফিচারগুলো নিয়ে হাজির হওয়া রিয়েলমি ১২-এর পারফরম্যান্স সম্পর্কে জানি।
দিনভর ব্যবহারের জন্য রয়েছে দ্রুত চার্জিং সিস্টেম
রিয়েলমি ১২-এর ৬৭ ওয়াট সুপারভুক চার্জিং সিস্টেম আপনাকে উপহার দেয় চার্জ নিয়ে দুশ্চিন্তামুক্ত একটি দিন। মাত্র ১৯ মিনিটে আপনার ফোনটির চার্জ হবে ০% থেকে ৫০%, যা নিশ্চিতভাবে অনেক স্বনামধন্য প্রতিযোগী ব্র্যান্ডের ফোনগুলোকে পেছনে ফেলে দিবে।
দ্রুত কোথাও যেতে চাইলে মাত্র ৫ মিনিটের চার্জেই আপনি ১৮ শতাংশ ব্যাটারির নিশ্চয়তা পাবেন, যা গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য যথেষ্ট। ফোনের দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য চার্জিং নিশ্চিত করে এর ৫ হাজার এমএএইচ বিশাল ব্যাটারি এবং ডুয়াল চার্জ পাম্প প্রযুক্তি।
সনি সেন্সর ঘটায় কল্পনার প্রস্ফুটন
মধ্যম বাজেটের স্মার্টফোন ফটোগ্রাফিকে অনন্য মাত্রা দিতে রিয়েলমি ১২-এ ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৬০০ প্রাইমারি ক্যামেরা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস)। ফলে সমমনাদের ভিড়ে ডিভাইসটি এক নতুন মাত্রা পেয়েছে।
সেরা মানের সনি সেন্সর ও ওআইএস-এর সংমিশ্রণ, ফোনের ব্যবহারকারীকে হাত কাঁপা ও নড়াচড়ার প্রভাব কমানোর মাধ্যমে কম আলোতে সরবরাহ করে অত্যন্ত স্পষ্ট ও ঝকঝকে ছবি। রিয়েলমি অন্যান্য ক্যামেরার তুলনায় সেন্সরের গুণমান এবং স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়, যা ব্যবহারকারীদের জন্য অসাধারণ রঙের পাশাপাশি সূক্ষ্ম বিবরণ এবং অতুলনীয় স্বচ্ছতা প্রদান করে।
আরও বেশি স্থিরতা নিশ্চিত করে এর সুপারওআইএস, ফলে ব্যবহারকারীরা আত্মবিশ্বাসের সাথে অসাধারণ মুহূর্তগুলো ধারণ করতে পারেন। রাতের বেলা বা কম আলোতে ছবি তোলার ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্স প্রদান করে ফোনের নাইট আই ইঞ্জিন।
দুর্দান্ত ডিসপ্লের জন্য রয়েছে সানলাইট স্ক্রিন
রিয়েলমি ১২ এর অপ্রতিদ্বন্দ্বী প্রসেসরের যোগ্য সঙ্গী একটি চমৎকার ১২০ হার্টজ আল্ট্রা-স্মুদ অ্যামোলেড ডিসপ্লে। এর উজ্জ্বল ৬.৬৭-ইঞ্চির স্ক্রিনে রয়েছে ২ হাজার নিট পিক ব্রাইটনেস। দিনভর রোদে থাকুন বা ছায়ায়, ফোনের স্ক্রিন দেখতে কোনো বাধা নেই। ফোনের ‘সানলাইট স্ক্রিন’ এর মাধ্যমে সূর্যের আলোতে দৃশ্যমানতা বৃদ্ধি পায়, পাওয়ার সঞ্চয় হয় এবং কম আলোতে অটো ব্রাইটনেস টিউনিং নিশ্চিত হয়। ২০০০ নিট পিক ব্রাইটনেস থাকায়, বিভিন্ন অবস্থায় স্ক্রিনটি চমৎকার ভিজ্যুয়াল প্রদানে সক্ষম।
রিয়েলমি ১২ এ রয়েছে রেইনওয়াটার স্মার্ট টাচ ও এআই প্রোটেকটিভ ফিল্ম টাচ- এর মতো অত্যাধুনিক প্রযুক্তি, যা যেকোন অবস্থায় সর্বোচ্চ প্রতিক্রিয়া (রেসপন্সিভনেস) নিশ্চিত করে। এছাড়াও, আপনাকে একটি দুর্দান্ত অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে এই ফোনের ডুয়াল স্টেরিও স্পিকারগুলোতে রয়েছে হাই-রেস অডিও সার্টিফিকেশন।
অনন্য ইন্টারফেস ইউআই ৫.০ এবং স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট
ব্যবহার অভিজ্ঞতা যত বেশি ভালো হয়, একটি স্মার্টফোনকে টেকপ্রেমীদের কাছে ততটাই সত্যিকার অর্থে স্মার্ট করে তোলে। হেভি গেমিং কিংবা ডিভাইসের অন্যান্য কাজের জন্য প্রয়োজন দ্রুত প্রসেসিং স্পিড, যা আপনাকে দিচ্ছে রিয়েলমি ১২। এতে থাকা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট প্রতিযোগী ব্র্যান্ডগুলোর চেয়ে এই ডিভাইসটিকে অনেকটা এগিয়ে রেখেছে।
ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এতে রয়েছে একাধিক নতুন ফিচার। ব্র্যান্ডের সর্বশেষ কাস্টম ইন্টারফেস রিয়েলমি ইউআই ৫.০ রয়েছে রিয়েলমি ১২-এ। এই ইন্টারফেসের মাধ্যমে আপনি গুগল ম্যাপ, মিউজিক, গুগল ডায়ালার এবং অন্যান্য অ্যাপ খুব সহজে একসঙ্গে ব্যবহার করতে পারবেন, এমনকি বাইক চালানোর সময়ও। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন তথ্য স্ট্যাটাস বারেও প্রদর্শিত হতে পারে।
এছাড়া রিয়েলমি ইউআই ৫.০ এর মাধ্যমে পিসি ও ডিভাইসের মধ্যে ক্রস-ফাংশনাল অ্যাপ্লিকেশনও ব্যবহার করা যায়। মোট কথা, আপনার হাতের মুঠোয় থাকা এক শক্তিশালী পাওয়ারহাউস হবে এই অসাধারণ ডিভাইসটি।
ফোন ব্যবহারে অনন্য গতি ও মসৃণতা দিতে এতে রয়েছে উন্নত প্রসেসর এবং ভেপার চেম্বার কুলিং সিস্টেম। একই প্রাইস-সেগমেন্টের একই চিপসেট ব্যবহার করা অন্যান্য স্মার্টফোনগুলোর তুলনায় সর্বোচ্চ পারফরম্যান্স দেয়ার জন্য তৈরি করা হয়েছে এই ফোনকে। ফলে দিনভর টানা ব্যবহারেও ফোনের পাওয়ারের ব্যবহার কম হয়। তাছাড়া, অন্যান্য প্রতিযোগীদের তুলনায় এটিকে বেশ অনেকটা এগিয়ে রেখেছে ফোনটির আনতুতু বেঞ্চমার্ক স্কোর।
রিয়েলমি ১২ এ রয়েছে ৮ জিবি র্যাম এবং ডিআরই প্রযুক্তির মাধ্যমে বাড়তি ৮ জিবি ডায়নামিক র্যাম। আরও রয়েছে ২৫৬ জিবি রম, যা ফোনের পর্যাপ্ত পাওয়ার ও স্টোরেজ সুবিধা নিশ্চিত করে। তাই, সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমবন্দী করার পাশাপাশি আজীবন ফোনের গ্যালারিতে রেখে দেয়া নিয়ে থাকতে পারেন একদম নিশ্চিন্ত।
রিয়েলমি ১২ এখন পাইওনিয়ার গ্রিন এবং স্কাইলাইন ব্লু- এই দুটি রঙে সহজলভ্য। উন্নতমানের ঘড়ির সঙ্গে মিলিয়ে এর আল্ট্রা-লাইট স্লিম বডির একটি আধুনিক লুক তৈরি করা হয়েছে। ফোনটি আরও মুগ্ধতা ছড়াবে- যখন এক হাতে ধরে আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন।
অত্যাধুনিক ডিসপ্লে, উন্নত চার্জিং প্রযুক্তি এবং পেশাদার মানের ক্যামেরাসমৃদ্ধ মধ্যম বাজেটের স্মার্টফোন- এমনটাই খুঁজছেন তো? আপনার জন্য ‘পারফেক্ট চয়েস’ নিয়ে এসেছে রিয়েলমি। মাত্র ২৯ হাজার ৯৯৯ টাকা দামের রিয়েলমি ১২ স্পিড ও কমফোর্টের এক অদম্য সংমিশ্রণের দারুণ কমপ্যাক্ট প্যাকেজ। তবে আর অপেক্ষা কেন? এখনই নিকটস্থ আউটলেটে গিয়ে সংগ্রহ করুন আপনার পছন্দের রঙের রিয়েলমি ১২ স্মার্টফোনটি!









