৩ দিনেও উদ্ধার হয়নি ভারতের রাজস্থানে ১৫০ ফুট গভীর কুয়ায় আটকে থাকা ৫ বছরের শিশু আরিয়ান। তাকে উদ্ধারের জন্য ৩ দিন ধরে তীব্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।
আজ (১১ ডিসেম্বর) বুধবার এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাতে একটি পাইলিং রিগ উদ্ধার স্থানে বসানো হয়েছে এবং ৭০ ফুট গভীর পর্যন্ত একটি টানেল খনন করা হয়েছে।
উদ্ধারকর্মীরা ওই কুয়ার সাথে একটি সমান্তরাল রাস্তা খোঁড়ার কাজ চালিয়ে যাচ্ছেন, যাতে শিশুটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করা যায়। তারা শিশুটিকে অক্সিজেন সরবরাহ করতে একটি পাইপের মাধ্যমে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন।
এছাড়াও, দড়ি এবং অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে শিশুটিকে উদ্ধার করার প্রচেষ্টা চলছে। উদ্ধারকাজে সহায়তার জন্য একাধিক বুলডোজার ও ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে।
উদ্ধারকাজের দ্বিতীয় দিনে রাত ২টার দিকে ক্যামেরা ব্যবহার করে শিশুটির গতিবিধি শেষবার দেখা গিয়েছিল বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
রাজস্থানের কালীখাদ গ্রামের একটি কৃষি খামারে খেলতে গিয়ে কুয়ায় পড়ে যায় আরিয়ান। গতকাল বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে এবং ১ ঘণ্টা পর উদ্ধার অভিযান শুরু হয়।









