গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান (বাসু) শেখকে হত্যার দায়ে ৫ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। রায়ে আরও ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ (২৮ জানুয়ারি) বুধবার ট্রাইব্যুনালের বিচারক মো. রহিবুল ইসলাম এই মামলার রায় ঘোষণা করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে সাইদুর রহমান বাসুকে হত্যা করা হয়। এই ঘটনায় ওই বছরের ১৯ ফেব্রুয়ারি নিহতের ছোট ভাই জাসু শেখ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, ঝন্টু শেখ ও কিবরিয়াল কাজী। এর মধ্যে তফসির শেখ ও ঝন্টু শেখ বর্তমানে পলাতক রয়েছেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলিমুজ্জামান বিটু (পলাতক) ও প্রিন্স খাঁ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইকবাল খাঁ, টুটুল শেখ, রনি শেখ, আক্রাম আলী, হাবিল কাজী, বুলগান কাজী, সজিব শেখ, পনির শেখ, শিহাব শেখ, রাশেদ শেখ ওরফে রাশেদ খাঁ ও শওকত শেখ।
তদন্ত শেষে ২০১৬ সালের ১২ জুলাই গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক হযরত আলী ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ মো. দলিল উদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে ২০১৮ সালের ১৬ আগস্ট মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয়।









