থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ‘অর টর কোর’ মার্কেটে এক বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছে। ঘটনার পরে বন্দুকধারীও আত্মহত্যা করেছেন।
সোমবার (২৮ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।
পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৪ জন ঐ মার্কেটের নিরাপত্তারক্ষী ছিলেন এবং ১ জন মার্কেটে কাজ করতেন। এ ঘটনায় আরো ২ জন বিক্রেতা আহত হয়েছেন। হামলাকারী ঐ ব্যক্তি ঘটনার পরে আত্মহত্যা করেছেন।
পুলিশ আরো জানায়, বন্দুকধারী একজন থাই নাগরিক এবং তার সাথে বাজারের নিরাপত্তারক্ষীদের সাথে বিরোধ ছিলো।
এ হামলা থাইল্যান্ডের সাথে কম্বোডিয়ার চলমান সংঘাতের সাথে সম্পর্কিত নয় বলে জানায় পুলিশ।
থাইল্যান্ডের এই অঞ্চলে বন্দুকের মালিকানা তুলনামূলকভাবে বেশি। সাম্প্রতিক বছরগুলিতে দেশটিতে বেশ কয়েকটি এ ধরনের ঘটনা ঘটেছে।
২০২৩ সালে ব্যাংককের কেন্দ্রস্থলে একটি বিলাসবহুল শপিং মলে এক বালক গুলি করে ২ জনকে হত্যা করে এবং ৫ জনকে আহত করে। ২০২২ সালের অক্টোবরে উত্তর-পূর্ব থাইল্যান্ডের নং বুয়া লাম্ফু প্রদেশের একটি শিশু পরিচর্যা কেন্দ্রে একজন সাবেক পুলিশ সদস্য কমপক্ষে ৩৭ জনকে হত্যা করেন, যাদের মধ্যে অধিকাংশ ছিলো শিশু।
২০২০ সালে নাখোন রাতচাসিমা শহরে একজন সৈন্য ২৯ জনকে হত্যা করে এবং অর্ধশতাধিক আহত করে।









