গাজায় নুসেইরাত উদ্বাস্তু শিবিরে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় ৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের সবাই স্যাটেলাইট চ্যানেল আল-কুদস-টুডেতে কাজ করতেন।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস আইএফজে’র তথ্য অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় ৫৫ সাংবাদিক নিহত হয়েছেন।
এছাড়া উত্তর গাজায় আবাসিক ভবনে বোমা হামলায় ৫ ফিলিস্তিনি নিহত ও ৩০ জন নিখোঁজ রয়েছেন। দক্ষিণ গাজায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া ৩ শিশু প্রচণ্ড ঠাণ্ডায় মারা গেছেন।
ইসরায়েল নতুন শর্ত দেওয়ায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ করেছেন হামাস প্রতিনিধিরা।
ওদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় পাল্টা অভিযোগ করেছে, যুদ্ধবিরতিতে হামাস নতুন বাধা সৃষ্টি করছে।









