ফেনীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে পাঁচ কিশোর আহত হয়েছে। এ ঘটনায় আজাহার হোসেন নিলয় (১৭) নামের এক কিশোরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এঘটনা ঘটে।
আটককৃত আসামি আজাহার হোসেন নিলয় ফেনী পৌর এলাকার উত্তর বিরিঞ্চি খোন্দকার বাড়ির বাসিন্দা আজমির হোসেনের ছেলে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং আহত অমিতকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় আনা হয়েছে।
আহতরা হলেন, পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আফছারের ছেলে মো. অমিত হাসান ভুঞা (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭), সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭), নজরুল ইসলাম তোফায়েলের ছেলে তানবীর (১৮) এবং মো. শাহীনের ছেলে রিজন (১৬)। আহতরা সবাই মাধ্যমিকের শিক্ষার্থী বলে জানান যায়।
আহত অমিত বলেন, ‘বিগত সরকার আমলে নিলয়ের সাথে রিজনের ঝামেলা হয়েছিল। সেটার রেশ ধরে নিলয় কিছুদিন আগে রিজনের ফেসবুকে দেওয়া একটা পোস্টে হা হা রিয়েক্ট দেয়। শুক্রবার রাত ৯টার দিকে পশ্চিম সোনাপুর ইসলামিক সেন্টারের সামনে তার সাথে দেখা হলে হা হা রিয়েক্টের কারণ জিজ্ঞেস করলে নিলয় ক্ষিপ্ত হয়ে উঠে। বাকবিতন্ডার একপর্যায়ে আমাদের ওপর ছুরি নিয়ে আক্রমণ করে ৫ জনকে আহত করে।’
স্থানীয় এলাকাবাসী সাইফুদ্দিন লিখন বলেন, এই এলাকার পাঁচ জনকে নিলয় নামে একটি ছেলে ছুরিকাঘাতে আহত করেছে। আমরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। যে ছেলেটি ছুরিকাঘাত করেছে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এজন্য আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।









