ব্রাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এডব্লিউএস ইউজার গ্রুপ বাংলাদেশ চতুর্থ এডব্লিউএস কমিউনিটি ডে বাংলাদেশ ২০২৫।
গত ১৩ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০০–এর বেশি ক্লাউড পেশাজীবী, ডেভেলপার, শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী অংশ নেন।
শেখা, পারস্পরিক সহযোগিতা এবং উদ্ভাবনের মাধ্যমে জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানটির নেতৃত্ব দেন এডব্লিউএস ইউজার গ্রুপ বাংলাদেশের লিড অর্গানাইজার মোহাম্মদ মাহমুদ হাসান, যিনি বর্তমানে অপ্টিমাইজলি’তে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। কো-লিড হিসেবে তার সঙ্গে যুক্ত ছিলেন নূর আফরিন এলা, ব্রেইন স্টেশন ২৩-এর স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট ম্যানেজার (ক্লাউড: দক্ষিণ-পূর্ব এশিয়া) এবং শাহরিয়ার আল মুস্তাকিম মিতুল, এডব্লিউএস কমিউনিটি বিল্ডার (মেশিন লার্নিং)।
পুরো আয়োজন বাস্তবায়নে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এতে ব্রেইন স্টেশন ২৩ ও ফিল্ড নেশন প্লাটিনাম স্পন্সর হিসেবে যুক্ত ছিল। এছাড়া গ্রাহো টেকনোলজিস ও টিকিফাই টেকনোলজি স্পন্সর হিসেবে অংশ নেয় এবং অ্যাডফিনিক্স অ্যাডটেক পার্টনার হিসেবে অনুষ্ঠানটিকে সমর্থন দেয়। ভেন্যু পার্টনার হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাদের বাড্ডা ক্যাম্পাসে আয়োজনটির আতিথেয়তা করে।
অনুষ্ঠানে বিভিন্ন খাতের মোট ১০ জন বক্তা অংশ নেন। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও মেশিন লার্নিং, ক্লাউড সিকিউরিটি এবং ডেভঅপস–সংক্রান্ত কারিগরি ও ব্যবহারিক সেশন পরিচালনা করেন। এসব সেশনে বাস্তব জীবনের প্রয়োগ, শিল্পখাতের সেরা চর্চা এবং উদীয়মান প্রযুক্তিগত প্রবণতার ওপর গুরুত্ব দেওয়া হয়, যা বাংলাদেশে ক্লাউড ও এআই প্রযুক্তির দ্রুত বিকাশকে প্রতিফলিত করে।
দিনটির অন্যতম আকর্ষণ ছিল প্যানেল আলোচনা। এতে অংশ নেন ব্রেইন স্টেশন ২৩-এর সিটিও ও পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, এআইভিগেটরের প্রতিষ্ঠাতা ও সিইও শাদিদ হক, এবং ফিল্ড নেশনের পরিচালক শাহজাদা রেদওয়ান। আলোচনায় স্বয়ংক্রিয়তার যুগে প্রকৌশলীদের ভূমিকার পরিবর্তন, সমস্যা সমাধানের দক্ষতা, সিস্টেম থিংকিং, নিরাপত্তা সচেতনতা এবং ধারাবাহিক শেখার গুরুত্ব তুলে ধরা হয়।
এ ছাড়া অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ ছিল ‘রোবোটিক্স শোকেস।’ এতে ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স উদ্ভাবনের সংযোগ তুলে ধরা হয়।
ব্র্যাকইউ মঙ্গল-তরী, মিস্ট মঙ্গল বরোতা এবং মিস্ট মাভিরভ—এই তিনটি শিক্ষার্থী দল তাদের উদ্ভাবনী রোবোটিক্স প্রকল্প উপস্থাপন করে, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
বাংলাদেশে চতুর্থবারের মতো আয়োজিত এই এডব্লিউএস কমিউনিটি ডে আবারও প্রমাণ করেছে, একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎ-প্রস্তুত ক্লাউড কমিউনিটি গড়ে তুলতে এডব্লিউএস ইউজার গ্রুপ বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
৩০০–এর বেশি অংশগ্রহণকারী, শিল্পখাতের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও প্রযুক্তি পার্টনারদের সক্রিয় অংশগ্রহণে এই আয়োজন দেশে ক্লাউড প্রযুক্তির গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।









