সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি সরকারি নীতি নির্ধারণী বিষয় উল্লেখ করে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে কোটা সংস্কার সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দেশের কয়েকটি জেলায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশ ও শিক্ষার্থীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে সব ক্যাম্পাসে আজ বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে কর্মসূচি শেষ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।








