ভারতের লোকসভা চলাকালীন হট্টগোলের অভিযোগে আরও ৪৯ জন সাংসদকে সাময়িক বরখাস্ত করেছেন স্পিকার ওম বিড়লা। বহিষ্কারের পর প্রায় বিরোধী দল শূন্য হয়ে পড়েছে ভারতের লোকসভা।
বর্তমান চলাকালীন লোকসভা অধিবেশনে এখন পর্যন্ত মোট ১৪১ জন বিরোধী সাংসদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার ১৯ ডিসেম্বর ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ, কংগ্রেস নেতা শশী থারুর, কার্তি চিদাম্বরম, এনসিপির সুপ্রিয়া সুলে এবং সমাজবাদী পার্টির ডিম্পল যাদবকে লোকসভার কার্যধারা ব্যাহত করার জন্য স্পিকার ওম বিড়লা বরখাস্ত করেছেন।
লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, সরকার লোকসভার দায়িত্বে হস্তক্ষেপ করতে পারে না। আমরা তা হতেও দেব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৈনিক জাগরণ সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নিরাপত্তা লঙ্ঘনকে একটি খুব গুরুতর বিষয় হিসাবে দেখা হবে এবং তদন্ত করা হবে।
গত সপ্তাহে লোকসভার স্থগিতাদেশ শুরু হয়। নিরাপত্তা লঙ্ঘনের একদিন পর বিরোধী দলীয় সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করতে থাকেন। ১৩ জন লোকসভা সাংসদ এবং একজন রাজ্যসভার সাংসদকে অবাধ্য আচরণের জন্য বরখাস্ত করা হয়েছে।
সোমবার বিরোধী দলীয় সংসদ সদস্যরা আবারও বিক্ষোভ শুরু করেন। যার ফলে গতকাল এবং আজকে মিলিয়ে মোট ১৪১ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।







