রাফায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। তাঁবু দিয়ে তৈরি একটি আশ্রয় শিবিরে বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক ব্যক্তি।
মঙ্গলবার ২৭ মে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, নিরীহ মানুষের মৃত্যুতে আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে ওই ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
প্রতিবেদনে বলা হয়, রাফার আল হাসাশিন এলাকায় আরেকটি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। ইসরায়েলের ভয়াবহ হামলার কারণে বন্ধ হয়ে গেছে রাফায় কুয়েতি হাসপাতাল। যার ফলে, আহতদের চিকিৎসা সেবা দেওয়াও সম্ভব হচ্ছে না।
ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, গাজায় কোন নিরাপদ জায়গা নেই। এই তাণ্ডব থামানো প্রয়োজন।









