ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নাইট ক্লাবের ছাদ ধসে প্রাদেশিক গভর্নরসহ কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সময় নাইট ক্লাবটিতে ৫০০ থেকে ১ হাজার জনের মতো মানুষ উপস্থিত ছিলেন।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৮ এপ্রিল) রাতের এই ঘটনায় আরও ১৩৪ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে। যতক্ষণ পর্যন্ত জীবিত মানুষের উদ্ধার সম্ভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।
ঘটনাটি ঘটে সান্তো ডোমিঙ্গোর জনপ্রিয় নাইট ক্লাব ‘জেট সেট’-এ। ক্লাবটির ছাদ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে প্রায় ৪০০ উদ্ধারকারী সদস্য কাজ করছেন, এবং আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে।
অনেকেই তাদের পরিচিতজনদের খোঁজে অপেক্ষা করছেন, যার মধ্যে রয়েছেন দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী রুবি পেরেজ। ৬৯ বছর বয়সী রুবি পেরেজের ব্যবস্থাপক জানান, তিনি প্রথমে মনে করেছিলেন এটি ভূমিকম্প হচ্ছে।
ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লুইস আবিনাদের জানিয়েছেন যে, নিহতদের মধ্যে মন্টে ক্রিস্টি মিউনিসিপ্যালটির গভর্নর নেলসি ক্রজও ছিলেন, যিনি হাসপাতালে নেওয়ার পর মারা যান।









