গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় গাজায় ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ২৬ জন গাজা শহরের বাসিন্দা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর থেকে ইসরায়েলি হামলায় তারা নিহত হন।
গাজা সিটি দখলের জন্য তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল। যা চলমান যুদ্ধে সবচেয়ে তীব্র হামলা বলে মনে করা হচ্ছে। এমনকি স্থল অভিযানে ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে গাজা শহরের দুই দিক থেকে অগ্রসর হচ্ছে তারা। এতে বাসিন্দারা দক্ষিণের আল-মাওসি ও দেইর ই বালাহ এর দিকে পালিয়ে যাচ্ছে। তবে, পর্যাপ্ত যানবাহন ও অর্থ না থাকায় দীর্ঘ যাত্রা পায়ে হেটে পারি দিতে গিয়ে অসুস্থ হয়েছেন অনেকে।
এদিকে, ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই বলেন, তারা গাজা শহরে আরো শক্তি মোতায়েন করবে। তাই স্থানীয়দের দক্ষিণে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হলো। এটিই এখন একমাত্র অনুমোদিত পালানোর পথ।
ইসরাইলি সামরিক অভিযানে গাজা শহর একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, এখনও কিছু পরিবার ভবনের ধ্বংসাবশেষের নীচে আটকা পড়ে আছে।









