বিদ্রোহীদের সশস্ত্র আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৪১ জন।
আলজাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে সরকারি বাহিনীর ১৫ জন সৈন্য রয়েছেন। সংঘর্ষের পর লাতাকিয়া প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় দামেস্কের নতুন সরকারের অনুগত নিরাপত্তা বাহিনী ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অবশিষ্টাংশের সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, লাতাকিয়া প্রদেশে রাশিয়া-নিয়ন্ত্রিত একটি বিমানঘাঁটির কাছে সংঘর্ষে অন্তত ১৫ সরকারি সেনা নিহত হয়েছেন।
গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসলামপন্থি সরকারের অনুগত বাহিনীর ওপর এটিই সবচেয়ে বড় সহিংস হামলা। আলাউইট সম্প্রদায়ের প্রাণকেন্দ্র ও আসাদ পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উপকূলীয় অঞ্চলে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে সিরিয়া-ভিত্তিক স্টেপ নিউজ এজেন্সি জানায়, সরকার-সমর্থিত বাহিনী প্রায় ৭০ জন আসাদ অনুগত সাবেক সরকারি যোদ্ধাকে হত্যা করেছে এবং জাবলেহ ও আশপাশের এলাকা থেকে ২৫ জনেরও বেশি যোদ্ধাকে আটক করেছে।









