জনপ্রশাসন সচিব ড. মো: মোখলেস উর রহমান বলেছেন, নির্বাচনের আগে চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক সরাসরি আর বাকি অর্ধেক পদোন্নতি দেয়া হবে।
বুধবার ৩ সেপ্টেম্বর সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, নির্বাচন নিয়ে সংশয় নেই। গত তিনটি নির্বাচনের অভিজ্ঞতার আলোকে মাঠ প্রশাসনকে সাজানো হবে।
তিনি আরও বলেন, নির্বাচনে যেন সকল কর্মকর্তা নিরপেক্ষ থাকে। কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করতে না পারে সেই নির্দেশনা থাকবে। তবে এগুলো সব করবে সিডিউল ঘোষণার পর নির্বাচন কমিশন।









