Advertisements
দীর্ঘসময়ের লুটপাট, অনিয়ম আর স্বেচ্ছাচারিতায় পুঞ্জীভূত খেলাপী ঋণের ভারে চাপা পড়েছে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক। আওয়ামী লীগ সরকারের পতনের পর নিয়োগ পাওয়া প্রধান নির্বাহী কর্মকর্তারা বলেছেন, ক্ষত সারানোর চেষ্টা করছেন তারা। জানিয়েছেন, গ্রাহকের আস্থার কারণে সোনালী, জনতা, অগ্রণী এবং রূপালী-এই ৪ ব্যাংকেই গত ৬ মাসে আমানতে প্রবৃদ্ধি এসেছে। তবে নতুন করে ঋণ দেওয়ার ক্ষেত্রে সাবধানী সব ব্যাংক।








