নাশকতার মামলায় গতকাল সারাদিনে রাজধানীর গেন্ডারিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল কাদিরসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল ২৪ নভেম্বর বুধবার র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী, খিলগাঁও ও মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন রাজধানীর গেন্ডারিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল কাদির (৫৫), মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিন উদ্দিন চৌধুরী (৫৬), মালয়েশিয়ার কুয়ালালামপুর মহানগর যুবদলের সহ-সভাপতি মোঃ মিজান ঢালী (৩৭) ও মাসুদ পাটোয়ারী (৪৮)। রাজধানীর গেন্ডারিয়া, মুন্সিগঞ্জ ও নোয়াখালি জেলায় তাদের গ্রামের বাড়ি বলে জানা গেছে। তারা ডিএমপি’র পল্টন, যাত্রাবাড়ী ও গেন্ডারিয়া থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
র্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর থেকে বিএনপি-জামায়তের নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাংচুর ও ককটেল নিক্ষেপ বা দাহ্য পদার্থ দিয়ে বাসে অগ্নিসংযোগ করে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি গত ২৮ অক্টোবর পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর থেকে তারা সারা দেশে ব্যাপক নাশকতা শুরু করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততা থাকার কথা স্বীকার করেছে। এছাড়া ইতিপূর্বে তারা রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী, খিলগাঁও এবং মুন্সিগঞ্জের সিরাজদিখানসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা মূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানায়।তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।









