হংকংয়ের একাধিক অ্যাপার্টমেন্ট ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছেন।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অ্যাপার্টমেন্ট ব্লক কমপ্লেক্সে আগুন লাগার ফলে ২৮ জন আহত হয়েছেন, যেখানে ৭৬৭ জন অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এখনও কয়েকজন বাসিন্দা ভবনের ভেতরে আটকা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যদিও এটি এখনও নিশ্চিত নয়। বাহিরের বাঁশের স্ক্যাফোল্ডিংয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। আগুনটিকে লেভেল-৫, অর্থাৎ হংকংয়ের সবচেয়ে গুরুতর স্তরের অগ্নিকাণ্ড হিসেবে ঘোষণা করা হয়েছে।
তাই পো এলাকার ওয়াং ফুক কোর্টে ১৯৮৩ সালে নির্মিত ৮টি আবাসিক ব্লকে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে, যেখানে ২০২১ সালের হিসাব অনুযায়ী বসবাস করেন প্রায় ৪ হাজার ৬০০ মানুষ। ঘনবসতিপূর্ণ এসব আবাসনে ছোট ইউনিটে বহু পরিবার থাকে, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি।
সাবেক জেলা কাউন্সিলর হারম্যান ইউ কুয়ান-হো জানিয়েছেন, অন্তত ১৩ জন যাদের মধ্যে ৮ জন বয়স্ক ও দুই শিশু এখনও ভবনে আটকা রয়েছেন। এছাড়া প্রায় ১৪টি বিড়ালও আটকা আছে বলে তিনি জানান।









