ভারতে ভারী বর্ষণে ডুবে গেছে নগরী মুম্বাই। এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। সারা শহর জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শহরের সব রাস্তা পানিতে ডুবে যাওয়ায় একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজ। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় মুম্বাইমুখী অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছে, আবার কিছু ফ্লাইট মুম্বাই থেকে ঘুড়িয়ে অন্য শহরে অবতরণ করানো হয়েছে।
বুধবার ২৫ সেপ্টেম্বর বিকাল থেকে শুরু হয় ভারী বৃষ্টি। ৫ ঘণ্টায় গড়ে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। প্রবল বর্ষণে শহরজুড়ে তৈরি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর।
তীব্র যানজটে শহরজুড়ে তৈরি হয়েছে অচলাবস্থা। রেলস্টেশন ডুবে যাওয়ায় বিঘ্ন সৃষ্টি হয়েছে ট্রেন চলাচলও। চরম ভোগান্তিতে পড়েছেন শহরের বাসিন্দারা। খোলা ম্যানহোলে পড়ে, ঝর্নায় তলিয়ে ও বজ্রপাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে।









