লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগ এনে পরিবারের পক্ষ থেকে করা মামলায় অভিযুক্ত ৪ সংবাদকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারা হলেন, রামগঞ্জ উপজেলার স্থানীয় সংবাদকর্মী জাকির হোসেন মোস্তান (ইত্তেফাক), বেলায়েত হোসেন বাচ্চু (যায় যায়দিন), জাকির হোসেন সুমন (সমকাল) ও শাখায়াত হোসেন জাহাঙ্গীর (মানবকন্ঠ)।
পরে সোমবার (২৮ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রামগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই ৪ জন সংবাদকর্মী একযোগে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় জুনিয়র অফিসার মোস্তফা তারেক ইকবালের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন। রোববার ঘটনার দিনও দাবিকরা টাকার জন্য তাকে চাপ দেওয়া হয়। তাদের চাপ সইতে না পেরে এক পর্যায়ে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে তিনি আত্মহত্যা করেন বলে নিহতের পরিবারের দাবি।
ব্যাংক কর্মকর্তা ইকবাল লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর ৩নং ওয়ার্ড এলাকা ও সাবেক পল্লী উন্নয়ন মাঠ কর্মকর্তা মোস্তফা কামালের ছেলে।
এ ঘটনায় সোমবার নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে চার সংবাদকর্মীর বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। এর আগে রাতেই তাদের চারজনকে আটক করে পুলিশ। পরে এই মামলায় চার সংবাদকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত ৪ সংবাদকর্মীকে গ্রেপ্তার করে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।









