মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপের কে. গুরাইধু আইল্যান্ডে অবৈধ বসবাস ও ব্যবসার অভিযোগে ৩৯ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন দেশের কতজন তা জানা যায়নি।
অবৈধ অভিবাসীদের ট্র্যাক করার জন্য গত বৃহস্পতিবার চালু করা বিশেষ অভিযানের অংশ হিসাবে অভিবাসন বিভাগ এই প্রথম গুরাইধুতে পরিদর্শন করে। আজ শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম অভিবাসন বিভাগের বরাদ দিয়ে জানিয়েছে, মালদ্বীপ ইমিগ্রেশন সার্ভিসের ২০ জন কর্মকর্তা এবং নয়জন পুলিশ কর্মকর্তা এই অভিযানে অংশ নেন।
মালদ্বীপের ইমিগ্রেশন নিয়ন্ত্রক জেনারেল মোহাম্মদ শামআন ওয়াহেদ বলেছেন, মালদ্বীপের আইল্যান্ড গুলোতে অবৈধ অভিবাসীদের বৃদ্ধির বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এই অভিযানটি সম্প্রসারিত করা হয়েছে।
অভিযান চলাকালে ৪২ টি স্থানে তল্লাশি চালানো হয় এবং ১০৬ জন বিদেশীকে চেক করা হয়। এগারোজন বিদেশী যাদের ভিসা অসম্পূর্ণ ছিল তাদের ইমিগ্রেশনে হাজির হওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়েছে। ৩৯ জন বিদেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও নাইজেরিয়ার বাসিন্দা।
তিন বছরের মধ্যে অবৈধ অভিবাসী সমস্যা সমাধানের লক্ষ্যে , সরকারের এক বছরের লক্ষ্যমাত্রা ডিসেম্বর পর্যন্ত ৫ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো। গত সোমবার পর্যন্ত ৪,৩৬১ জন বিদেশীকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে কোনদেশের কতো জন অভিবাসী শ্রমিকদের দেশে পাঠিয়েছে তা জানা যায়নি।









