চীনের ঝুহাইতে একটি স্টেডিয়ামের বাইরে ব্যায়ামরত লোকদের ভিড়ে গাড়ি চাপা দেয়ার ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৪৩ জন।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ১১ নভেম্বর রাতের দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ৬২ বছর বয়সী গাড়িচালক ফ্যানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চীনা গণমাধ্যম জানিয়েছে, আহতদের মধ্যে অনেক বৃদ্ধ, কিশোর ও শিশুও রয়েছে।
পুলিশ জানিয়েছে, পালানোর চেষ্টা করার সময় ফ্যানকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে অনুমান করা হয়েছে যে, ফ্যান তার বিবাহবিচ্ছেদের পরে সম্পত্তি নিষ্পত্তির ফলাফল নিয়ে অসন্তুষ্টির কারণে এই ঘটনা ঘটিয়েছে। তবে বর্তমানে কোমায় থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করতে পারছেন না কর্তৃপক্ষ।
ঘটনার পর অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আশপাশের মাঠে আহত হয়ে শুয়ে আছেন অনেক মানুষ। জুতাগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আহতদের মধ্যে অনেকেই স্থানীয় দুটি ফিটনেস ওয়াকিং গ্রুপের ইউনিফর্মসহ ক্রীড়া পোশাকেও ছিলেন।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আহতদের চিকিৎসার জন্য কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন এবং অপরাধীর কঠোর শাস্তির আহ্বান জানিয়েছেন।









