ইউক্রেনের সুমি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১৭ জন।
ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানান, রোববার সকাল সোয়া ১০টায় সুমি শহরের প্রাণকেন্দ্রে ২ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই সময় স্থানীয় লোকজন তাদের ধর্মীয় উৎসব পাম সানডে উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া তাকে জানিয়েছে, তারা ভুল করে হামলা চালিয়েছে। ইউক্রেনের সুমিতে রুশ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় বিভিন্ন দেশ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মানুষ যখন একটি বিশেষ দিনে গির্জায় যাচ্ছিলেন, তখনই এই হামলা চালানো হয়েছে।









