গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় ২১ জন নারীসহ ৩৩ জনের মৃত্যু হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকায় নিহতের সংখ্যা ৫০ জনের বেশি হতে পারে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার মিডিয়া অফিস।
বিবিসি জানিয়েছে,স্থানীয় সময় শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জাবালিয়ার বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এছাড়া এসব হামলায় আরও ৮৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি বাহিনী কয়েক সপ্তাহ ধরেই ঘনবসতিপূর্ণ শিবিরটি ঘেরাও করে রেখেছিল।
স্থানীয় সূত্রগুলো বলছে, উত্তর গাজা কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। এই অঞ্চলে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে আল-আওদা হাসপাতালের উঠানে সাদা কাফনে মোড়ানো মৃতদেহ দেখা গেছে।
সম্প্রতি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের হত্যাকাণ্ডের পর যুদ্ধের অবসান হতে পারে এমন গুঞ্জনের মধ্যেই শুক্রবার এমন হামলার ঘটনা ঘটল। তবে এই হামলা নিয়ে ইসরায়েল এখনও মন্তব্য করেনি।









