রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙে চুরি হওয়া ৪৫ ভরি স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ।
আজ ৪ জানুয়ারি শনিবার দুপুরে আদাবর থানার অফিসার ইনচার্জ এস. এম. জাকারিয়া জানান, ভুক্তভোগী বাবলী সরকার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িত দুই বন্ধু মাহিন ও রেহানকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণের মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মাহিন মামলার বাদীর আপন ভাইয়ের ছেলে, আর রেহান মাহিনের বন্ধু। দুইজনই কিশোর বয়সী। বাকি স্বর্ণগুলো উদ্ধারে চেষ্টা চলছে।
জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা জানায়, ফ্যান্টাসি থেকে গয়না চুরির পরিকল্পনা করেছিল তারা। মাহিন তার ফুফুর বাসা ফাঁকা পেয়ে বন্ধুকে নিয়ে ঘটনাটি ঘটায়।









