এশিয়ার মধ্যাঞ্চলের দেশ কাজাখস্তানে স্টিল জায়ান্ট আর্সেলর মিত্তালের মালিকানাধীন একটি খনিতে ভয়াবহ আগুন লেগে ৩২ জন নিহত হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাজাখস্তানে স্টিল জায়ান্ট এই কোম্পানির খনির কার্যক্রম জাতীয়করণের একটি চুক্তি নিশ্চিত হওয়ার পর একই দিনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় কোস্টেনকো খনিতে ২৫২ জন কাজ করছিলেন এবং এর মধ্যে আরও ১৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় আহত ১৮ জনের চিকিৎসা চলছে।
কাজাখস্তানে প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে বলেন, এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি।
আঞ্চলিক স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে ১৫ জনকে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার জন্য চিকিৎসা দেয়া হচ্ছে।







