সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি সৈকত রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন।
রোববার (৪ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, সোমালি জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের ছয় সদস্য একটি আত্মঘাতী বোমা ব্যবহার করে বিচ ভিউ হোটেলের রেস্তোরাঁটিতে হামলা চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর সকালে হামলার স্থান থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, বেসামরিক লোকজন একটি অ্যাম্বুলেন্সকে ঘিরে রেখেছে। লোকেরা বালির উপর চারপাশে বসে আছে।
পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদান হাসান বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ। আহত-নিহতরা সৈকতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। চারপাশ থেকে আর্তনাদ ভেসে আসছিল। কে কাকে ডাকছে তা বোঝা মুশকিল ছিল।
তিনি বলেন, সৈকতে পড়ে থাকা কে জীবিত আর কে মৃত তা চিহ্নিত করতে আমরা দ্বিধায় পড়ে গিয়েছিলাম। তবে বর্তমানে পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলেও জানান তিনি।









