রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার (৯ মে) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন-কামাল (২৪),উজ্জল (১৯), অপু মিয়া (২১), মিখাইল ইসলাম (২৬), শাকিল (১৮),রবিউল (১৮), শিমুল (২৫), রাজন (২৫), আমানুল্লাহ আমান (২৪), জীবন (২১), রবিন (২০), সাগর (২১), রফিকুল ইসলাম (৫০), রাব্বি (২২), নয়ন (২০), জাফর (২৯), সম্রাট (২৫), রাজু (৩১), পায়েল (২৪), জাবেদ (১৯), আব্দুল্লাহ ওরফে ডলার (৩০), জনি (২২), মুক্তার হোসেন (২৬), বাবলু (৪২), সাদ্দাম (২৫), হাসান রহমান (৩০), পিয়াল মাদবর, রতন হাওলাদার (৪০), রাব্বি (২৩), দিপু (২৫), আবুল হাশেম (৬০) ও হযরত আলী হৃদয় (১৯)।
বৃহস্পতিবার বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।









