ভারতের জম্মু ও কাশ্মীরের কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরের রাস্তায় ভারী বর্ষণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার ২৬ আগস্ট বিকালে এ দুর্ঘটনা ঘটে। রিয়াসি জেলার পুলিশ সুপার (এসএসপি) পরমবীর সিং জানান, ভারী বর্ষণের কারণে ভূমিধসে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন।
পাহাড়ি ঢাল থেকে মঙ্গলবার দুপুর ৩টার দিকে হঠাৎ কাদা ও পাথর নেমে এলে বহু তীর্থযাত্রী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। কর্মকর্তারা জানান, এখনও অনেকে আটকে থাকতে পারেন।
কাটরা থেকে বৈষ্ণোদেবী মন্দির পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ সর্পিল পথের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে যাত্রা স্থগিত করা হয়। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনীর তিনটি ইউনিট মোতায়েন করা হয়েছে।
অবিরাম ভারী বৃষ্টিতে শুধু জম্মুতেই নয়, পুরো কাশ্মীর উপত্যকাতেই বিপর্যয় নেমে এসেছে। আকস্মিক বন্যা ও ভূমিধসে বহু সেতু ভেঙে পড়েছে, বিদ্যুৎ খুঁটি ও মোবাইল টাওয়ার ধসে পড়েছে। টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় লক্ষ লক্ষ মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
এদিকে জম্মু-শ্রীনগর ও কিস্তওয়ার-ডোডা জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।অনেক পাহাড়ি সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। জম্মু থেকে বিভিন্ন রেল যোগাযোগও বাতিল করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।









