ফারাহ খান চেয়েছিলেন তার ‘ওম শান্তি ওম’-এর জনপ্রিয় ‘দেওয়াঙ্গি’ গানে অমিতাভ বচ্চনও থাকুন! কিন্তু দুঃখজনকভাবে তিনি থাকেননি! এ বিষয়ে পরে এক সাক্ষাৎকারে ফারাহ বলেছিলেন, অমিতাভ বচ্চন পারিবারিক কারণে ব্যস্ত ছিলেন এবং আসতে পারেননি।
‘ওম শান্তি ওম’ বলিউডের অন্যতম আইকনিক চলচ্চিত্র। শাহরুখ খান অভিনীত এবং দীপিকা পাড়ুকোনের অভিষেক ঘটানো এই ছবি অনেকের প্রিয় তালিকায় শীর্ষে রয়েছে। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল ‘দেওয়াঙ্গি’ গানটি- যেখানে ৭০, ৮০ এবং ৯০–এর দশকের বহু তারকা একসাথে হাজির হয়েছিলেন।
তবে জানেন কি, কোন কারণে অমিতাভ বচ্চন এতে অংশ নিতে পারেননি?
এক পুরোনো বিটিএস ভিডিওতে ফারাহ খান ‘দেওয়াঙ্গি’ গানটির কোরিওগ্রাফি প্রসঙ্গে বলেন, প্রায় ৩১ জন তারকাকে একসঙ্গে নিয়ে গানটি তৈরি করা তার জন্য স্বপ্নপূরণের মতো ছিলো। বিশেষ করে ৭০ এর দশকের প্রিয় শিল্পী রেখা, ধর্মেন্দ্র, জিতেন্দ্র এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করতে পারা ছিল তার অনেক দিনের ইচ্ছা।
তবে তিনি আরও জানান, কয়েকজন তারকা আসতে পারেননি- অমিতাভ বচ্চন, আমির খান এবং দেব আনন্দ। বিগ বি কেন থাকতে পারেননি তার ব্যাখ্যায় ফারাহ জানান, তখন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ের আয়োজন চলছিল। সে কারণেই তিনি অংশ নিতে পারেননি।
ফারাহ আরও বলেন, গানটির শুটিংয়ের সময় সেটে এক অসাধারণ পরিবেশ তৈরি হয়েছিল। জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে স্পটবয়- সবার মধ্যে আগ্রহ ছিল পরবর্তী সময়ে কে আসবেন তা দেখার জন্য। মিঠুন দা আসতেই নাকি প্রায় ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। সবাই ছবি তুলতে আর অটোগ্রাফ নিতে ছুটে গিয়েছিল তার কাছে।
তিনি গর্ব করে বলেন, এই গানেই প্রথমবারের মতো দর্শকরা শাহরুখ খান, সালমান খান, সাইফ আলি খান এবং সঞ্জয় দত্তকে একসঙ্গে নাচতে দেখেছিলেন। যা ভক্তদের জন্য ভিন্ন মাত্রার আনন্দের ছিল।
এ বছরের শুরুতে পিংকভিলা এক্সক্লুসিভভাবে জানিয়েছিল যে ফারাহ খান কাজ করছেন ‘ম্যায় হু না ২’–এর চিত্রনাট্যে। শাহরুখ খান, জায়েদ খান, সুস্মিতা সেন ও অমৃতা রাও অভিনীত তার হিট ছবি ‘ম্যায় হু না’ এর সিক্যুয়েলই হতে চলেছে এটি। –পিঙ্কভিলা









